BANGLADESH BANK INFORMATION - NIBiz Soft

BANGLADESH BANK INFORMATION

Reply
DOHA FROM BANGLADESH
  • June 7, 2015 at 7:47 pm

জনাব আরশাদ আলী সে সকল সঙ্গীতপ্রেমীদের একজন যারা নীরবে সঙ্গীতপিপাসুদের সেবা
করে যাচ্ছেন ।৫০,৬০ ও ৭০ দশকের জনপ্রিয় ও প্রায় হারিয়ে যাওয়া আধুনিক ও
ছায়াছবির গান দিয়ে তিনি ইউটিউবে তাঁর নিজস্ব চ্যানেলকে সমৃদ্ধ করেছেন এবং
আমাদের মূলধারার আধুনিক গানগুলো ছড়িয়ে দিয়েছেন ।আমাদের পূর্ব বাংলার আধুনিক
গানের অন্যতম পথিকৃৎ আবু বকর খাঁনের গান যেখানে কোথাও পাওয়া যায় না আরশাদ আলীর
সংগ্রহে তাঁর গানও আছে ।তাঁর চ্যানেলে রওশন আরা মাসুদ,আনোয়ারউদ্দিন
খাঁন,মাহবুবা রহমান,আসফউদ্দৌলা,কলিম শরাফীও লায়লা আর্জুমান্দ বানুর গানও পাওয়া
যায় ।কয়েক লাখ বাংলাভাষী শ্রোতা জনাব আরশাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা ।
জনাব আরশাদ আলীদের নিজস্ব সংস্ক্রৃতির প্রতি মমতা থেকে উৎসারিত কার্যক্রম
জাতীয় স্বীকৃতির
দাবিদার ।কিন্তু জাতীয় স্বীকৃতি তো দূরের কথা প্রিয় আরশাদ ভাই যে দূরারোগ্য
ব্যাধিতে আক্রান্ত হয়ে শারিরিক ও আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছেন সে খবরও আমরা
কেউ রাখিনা ।ছয়মাস পূর্বে ক্যান্সার ধরা পড়ার পর সরকারী চাকুরীজীবি জনাব
আরশাদকে নিজের চিকিৎসা ব্যয় মেটাতে অফিসিয়াল সব লোন,সহকর্মীদের আন্তরিক
সহযোগিতা,বিভাগীয় সহযোগিতা,আত্নীয় স্বজন বন্ধু বান্ধব দের সহযোগিতার বাইরেও
দাদন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ধার করতে হয়েছে ।এখন জনাব আরশাদ
কিছুটা সূস্থ হলেও তাঁর চিকিৎসা আরো কিছু বাকি আছে যা অর্থাভাবে সম্ভব হচ্ছে
না । তদুপরি অন্যান্য ঋণের ব্যাপারে বেশি চাপ না থাকলেও দাদন ব্যাবসায়ীরা
তাঁকে আর সময় দিচ্ছেন না ।ইতোমধ্যে টিভি ফ্রীজ সহ ঘরের অনেক মালামাল বিক্রী
করেছেন ।এখনো ধরে রেখেছেন সোনালী দিনের গানের ২০০০ রেকর্ড ।
জানিনা এটি কি শুধুই একটি বিচ্ছিন্ন কষ্ট না কি জাতীয় ট্র্যাজেডী যার জন্য
প্রিয় আরশাদ ভাইকে সিদ্ধান্ত নিতে হচ্ছে রিটায়ারমেণ্টের মেয়াদপূর্তির ৬ বছর
আগেই সরকারী চাকুরী থেকে স্বেচ্ছা অবসরের ।ওনার ২ মেয়ের পড়াশুনা এখনো শেষ হয়নি
।শুধু দাদন ব্যাবসায়ীদের ঋন শোধ করার জন্য তাঁকে চাকুরী ছাড়তে হচ্ছে
।অর্থাভাবে চিকিৎসাও হচ্ছে না ।
গীতিময় স্মৃতিময় পাতা আরশাদ ভাইয়ের কাছে ঋনী ।এই পাতার অনেক গান তাঁর চ্যানেল
থেকে নেয়া হয়েছে ।বিভিন্ন সময়ে উৎসাহ ও পরামর্শ দিয়ে আমাদের ধন্য করেছেন । এই
পেইজের সকল বন্ধুদেরকে অবহিত করা কর্তব্য বলে মনে করছি ।

Add Your Comment